Monday, June 21, 2021

 ভ্রমণ

দেবশ্রী রায়



যে পথের ধারে দাঁড়ালে
হলুদ বিকেলের আলোয় নিজের থেকেও 
দীর্ঘতর হয় ছায়া 
সে পথেও হেঁটে দেখেছি,
যে পথ ভিন্নমুখী আলোকে প্রতিহত করে
নস্যাৎ করে লৌকিক বিজ্ঞাপন
তাতেও রক্তাক্ত পায়ের চিহ্ন!
আজ কেবল শরীরের ভাঁজে ভাঁজে 
প্রত্যয় লিখে রাখে আমৃত্যু আক্ষেপ
বাকিটুকু পিছুটান আর উপান্তের কালো ছায়া,
পেরোনো কঠিন হলেও 
ওই পাড়েই যত নৌকাযাপন
নদীঘাট ছুঁয়ে আড়াল করা কুয়াশার কাছে
ঘন হতে থাকে অপরিশোধ্য ঋণ। 

বড়  মায়া কত কত স্মৃতিকথা ঘিরে!
অপরিহার্য কিছু মুহুর্ত-বিলাস
হয়তো দোলাচল, 
হয়তো এভাবেই হেঁটে চলা আমরণ
নয়তো সাংকেতিক নির্যাস  নিঃশ্বেসে কিছু
তবুও অনতিক্রম,
এই সব অহেতুক কূহক ভ্রমণ।

1 comment: