Monday, June 21, 2021

ছুয়ে দেখতে চাই 

মনামী সরকার 




আমি স্বপ্নকে একবার ছুঁয়ে দেখতে চাই।

আঙ্গুল রাখতে চাই রামধনু কিংবা গোধূলির রঙে রাঙা দিগন্ত রেখায় 

আমি স্বপ্নে দেখা সেই মুহূর্তগুলোকে একবার ছুঁয়ে দেখতে চাই

যেখানে তোমার  অবাধ যাতায়াত। 

যেখানে আঙুলে আঙুল ছুঁলে সিগন্যালের লাল বাতিটা সবুজ হয়ে যায় না

স্বপ্নের সাথে আড়ি( দিয়েছে) দরজা

জানলাগুলো ভীষণ প্রিয় হয়ে উঠেছে আমার কাছে। 

পথ ভুলকরে প্রজাপতি ঢুকে পড়ে ঘরে

আমি উষ্ণতা মাপবো বলে পারদকে হাতের মুঠিতে ধরি।


No comments:

Post a Comment