Tuesday, June 22, 2021

 সুভানের কবিতা

ধুতুরাগাছ




বন্ধুরা একটা সময়ের পরে ধুতুরা গাছ হয়ে যায়।

কাঁটাফল ও শীতকালের মাঝে সাদাবকের গ্রীবার মতো

সুযোগ ও মাছ ধরে খায়।

আবার যৌথখামারের রঙ পুরনো হলে 

তুলসীমঞ্চে আগুন। কেউ কেউ গুটিপোকা। 

রেশমের কীট হয়ে খুব দাম বাড়িয়ে ফেলে, 

প্রাক্তন প্রেমিকার মতো কণ্ঠিবদল করে নেয়। 

তুলসীর মালা। কাঁটাচিহ্নের দাগ।

এদিকে বাগান পুড়িয়ে রত্নাকর 

আরও একবার পাপস্খলনের গল্প লিখতে চায়।

2 comments:

  1. "বন্ধুরা একটা সময়ের পরে ধুতুরা গাছ হয়ে যায়।

    কাঁটাফল ও শীতকালের মাঝে সাদাবকের গ্রীবার মতো

    সুযোগ ও মাছ ধরে খায়।"

    BOLAR NEI KICHU

    ReplyDelete