Monday, June 21, 2021

গন্তব্যহীন

বিনীতা সরকার


সঠিক পথ চিনতে গিয়ে
বার বার মুছে ফেলছি
লিখে ফেলা পথ
পথে নেমেও ফিরে আসছি গৃহে
খুলে ফেলছি পুরনো বর্ম
রোদে পোড়া শরীরের দাগ
ক্ষয়াটে ইটের স্তুপ
শরীর জুড়ে জ্বর 
সর্দি-কাশির অভিশাপ
ক্রমে লাল হয়ে উঠছে অভিশপ্ত সময়
ক্লান্ত হয়ে পড়ছি ভেতর ভেতর
নিস্তরঙ্গ সময়জুড়ে বিষন্নতা চাপ চাপ
তবু পথের টানে পথের মায়ায়
দোষ ভুল সব দূরে সরিয়ে
নিজেকে অজান্তেই দাঁড়িয়ে পড়ছি পথে
অজানা এক গন্তব্যের সন্ধানে
চিনে নিতে সঠিক পথ
খুঁড়ে চলেছি নিজেকেই নিরন্তর

No comments:

Post a Comment