Sunday, June 20, 2021





 ঈর্ষা যখন

অভিজিৎ দাশ


ঈর্ষা যখন মনের কোণে বাসা বাঁধে
অন্যের ক্ষতিই তখন একমাত্র কাম্য
চোখকান খোলা রেখে  অবশ্য তাই
হয়ে উঠি অনন্য অমানুষ। 
অন্তর থেকে উল্লাস ধ্বনি 
ভাসিয়ে দেই অনন্ত ইথারে।        
হিংসায় ভরা কাল ক্যামেরা বন্দী করি
সেলফিতে ভরে ওঠে চলভাষের গ্যালারি। 

No comments:

Post a Comment