Monday, June 21, 2021

বিরতি

সৈকত সেন




স্তব্ধতা ঘিরে, ঘুম নেই,
থেমে গেছে জীবন প্রতি ঘরে ঘরে 
আসে না ভেসে আজানের সুর 
বাজে না ঘন্টা দূরে মন্দিরে,
এদেশের মেঘ ও দেশে যায় 
বসন্ত থেমে গেছে কৃষ্ণচূড়ায় 
চাঁদ বুকে করে কালো পাখি ওড়ে 
কত প্রিয় মুখ দূর জানালায়।


থেমে গেছে গ্রাম, থেমে গেছে শহর 
নেই গোলাগুলি, নেই ভাঙ্গা রথ
ঘরবন্দি মানুষ, শুনশান পথ 
তবুও মৃত্যুর নীরব মিছিল 
বাতাসে ভাসছে বিষ অনুজীব 
স্বজনহীন শ্মশান, স্বজনহীন কবর।

No comments:

Post a Comment