Monday, June 21, 2021

 অপেরা

সুবীর সরকার




১.
আর সেই তছনছ হয়ে যাওয়া ভুট্টাখেত
মাটি ফুঁড়ে উঠে এলো এয়ারগান হাতে
                                           শিকারীরা
আমি ভাবি পুরোন সব নদীবন্দরের কথা
অথচ কতকাল কথা হয়না তোমার সাথে
লটারি বিক্রেতার চিঠি আসে।
কার্টুন ভেবে কেউ পাঠিয়ে দেয় জিরাফের
                                           ছবি
ভালোমন্দ নিয়েই কেটে যায় দিন।
চিরুনিতে আটকে থাকে বাসি চুল।
ধান খুঁটে খায় উঠোনের হাঁস
ভুট্টাখেত থেকে নদী বেরিয়ে আসে
আমরা হাত রাখি সবুজ শ্যাওলায়

২.
দৃষ্টিতে বিস্ময় জাগিয়ে বসে থাকি
খটখটে নদী,হ্যাঙার দিয়ে ঘেরা
মধ্য চরে বালির লিরিক
সেই কবে সাহেবের ডুবে যাওয়া ঘোড়াটি
স্মৃতি ভেঙে ভেঙে ফিরে আসতে থাকে।
জামা খুলে ফেলবো এবার
এবং এটা খুবই ব্যাক্তিগত

1 comment:

  1. "দৃষ্টিতে বিস্ময় জাগিয়ে বসে থাকি"... অবধারিত প্রাপ্তি আমাদের । ভালো লাগলো কবি হে !

    ReplyDelete