Sunday, August 5, 2018

নীলিমা দেবের কবিতা 



দৃশ্য
1.
দৃশ্যের বিপরীতে এগিয়ে যাচ্ছে ঘর
লাল রঙ 
নদী খুলে দিলেই কেমন  নরম হয়ে আসে 
মনের সহজ
তোমার ফেরানো অবকাশে  অতিরিক্ত আয়োজন
বোতাম টিপে টিপে বন্ধ করে  দিচ্ছি
জলের খোয়াব
নৌকোটার এই অবধি-ই
জানালা

নৌকোটা ...

2.

 বরফের হাততালি শুনলেই দুভাগ হয়ে যায় বিকেল
যেখানে ফেলে গ্যাছো তোমার অসুখ
না হয়ে ওঠা দৃশ্যের ভূগোল , কৌটো  পেরিয়ে বহুদূর
ভাষা বদলে ঘর মেলে দেয় মাংস
আমি তখনও খুঁজি ফেলে আসা জুলাই এর ইনডোর
         

No comments:

Post a Comment