Sunday, August 5, 2018

দেবাশিস মুখোপাধ্যায় এর কবিতা 
জলছবি

১.
দুপুরের কাছে ঘাট 
পুকুরে দেখে নিচ্ছে
আকাশের জল পড়া
খালি খালি শব্দরা
বেশ ভর ভর হয়ে উঠতেই

গাছেদের প্রতিচ্ছবি ভেসে
গেল প্রায় 
আর আওয়াজ উঠলো
টাপুর টুপুরের
এক নতুন ধারাবাহিক

২ 
চুপ অভ্যাসের দিন 

বাঁশি বাজানো লোকটা
নিজের ভিতর বৃষ্টি আনে

ঠোঁটের উপর যন্ত্রনা
ফুঁ দিলেও
নেভে না ,খুব বাজে

৩.

টিনের চালের উপর
আকাশ বৃষ্টি ফোটালে

খুব ভাত গন্ধ পায়

উনুনের ভিতর জল 
ভিজে কাঠ
 
খিদের গল্প জমে উঠেছে বেশ
উঠোনে এক হাঁটু

হাঁসেরা মুড়ি চাইতে এসেছে

জলছবি
দেবাশিস মুখোপাধ্যায়
৪.
ক্রমশ দ্বীপ হয়ে যাচ্ছি আমি
চারিদিকে জল জল ভাব

পা ফাঁক করলেই সাপ
ঠিক বাঁক বুঝে নেয় 

ভালোবাসার ভিতর জল
কেমন ঝিমনো

ওকে ফোঁস করতে উসকাই

আঁচলে মাছ ধরে যে ফিরে গেল
তাকে আমার জন্য
রান্না বসাতে বলব

মুখ উন্মুখ হয়ে আছে
গরম ভাতের জন্য

৫.

আবার এসেছে আষাঢ়
বলে মুখ কালো সে

ছাদের উপর আকুল নয়ন রাখে

এক ঘোমটা মুখ খোঁজে
মেঘ সরিয়ে

কিছুটা স্পষ্ট হয়ে যায়
মায়ের কান্না

৬.

গৌরাঙ্গের মধ্যে কখন
জগন্নাথ মিশে যায় 

এক আকাশ ভক্তের ভাব
সমুদ্রের দিকে চেয়ে আছে

নীলঘনশ্যাম ময়ূরপেখম গুঁজে
খুব ডাকছে 

খোল বাজছে জোর

জলছবি
দেবাশিস মুখোপাধ্যায়
৭.
আঁকার খাতা থেকে নৌকা
নামলে সামাল সামাল

পথও খুঁজে পায় না উৎস
বাসনা না পেয়ে বাসন ভাসায়

কালচে রঙের জল গেট পেরিয়ে
সাজানো সংসার উল্টে

পরীক্ষা চালায় সহ্য শক্তির

জমা পলিথিনে অপরাধীদের
থকে থকে ময়লা

৮.

অনেকদিন পর পাগলের স্নান
পাড়া মাতোয়ারা

বেলপাতায় শ্রাবণ 
শিব শিব করে 

ঠান্ডা করে দেয় ভুবনেশ্বরীর বিলেকে

জলে জলে ঘুচে যাচ্ছে ভেদ

জলছবি
দেবাশিস মুখোপাধ্যায়
৯.
এই রাস্তার আয়নায় 
তালগাছ আকাশ চাদরে

বৃষ্টি-গ্রামের  দিকে ঈশ্বর হেঁটে যেতে যেতে
অঙ্গের জাদু প্রদর্শন করে

 ছায়ার ভাষায় জড়িয়ে আছে
 ‎কয়েকটি গাছের  ভালোবাসা

আলো মাখবার পর
বসতিগুলি জলকেলি করে

বাচ্ছা জলের উছ্বাস
কল কল করে

১০.
নৈশকালীন অভিযানে নদী
কালী
তার ধারালো সাদা দাঁতে
খিলখিল হাসি যতদূর চোখ  যায়

লণ্ঠনের আলো জানে 
মেঘের আড়ালে ঠিক ইন্দ্রজিৎ

মাছ ধরছে ভূতগ্রস্ত দেশে








No comments:

Post a Comment