Sunday, August 5, 2018

সন্ধিক্ষণ
                     কণিকা দাস        

এখন আর রামধনু রঙে খুঁজিনা সে মুখ
বর্ষার জলে ধুয়ে নিয়েছি শরীর মন
এখন শুধুই ভাইরাস ব্যাকটেরিয়ার সাথে লড়াই
প্রতিরোধ গড়ার চেষ্টায় নাজেহাল।
শান্ত বিকেলে যাই না এখন তিস্তার পাড়ে
ঘরে বসে দিনগুনি বিদায়ের
প্রাণায়াম কিংবা ধ্যানমগ্ন সন্ধ্যা লগ্নে
জীবনকে চিনে নেওয়ার প্রচেষ্টা।
এখন আর কথা হয়না মেঘেদের সাথে
হিসাব কষেই কেটে যায় বেলা
কী দিয়েছি আর কী দিতে হবে 
চুলচেরা বিশ্লেষণ চলে প্রতিক্ষণ।
মেঘ কেটে গিয়ে চাঁদ যদিও দেয় উঁকি
জোছনায় স্নান করিনা গভীর রাতে
আবেগ গাঁথে না মালা বিরহ বা মিলনের।
এখন আমার শুধুই একলা থাকার দিন
নিজের ভিতরে নিজেকে খোঁজার পালা।
সেই নদীটি মনের গভীরে বয়ে চলে
শৈশব স্মৃতিস্নানে ডুবে থাকি সারাবেলা।
ঘুমহীন রাত কাটে অবলীলায় 
দিনও বয়ে চলে সময়ের স্রোতে ভেসে
এখন শুধুই দিনগোনা আর দিনগোনা।

No comments:

Post a Comment