Sunday, August 5, 2018


জয়শীলা গুহ বাগচীর কবিতা 


প্রক্রিয়া 

চারদিকটা খেয়ে চলেছি রোজ
তবু পাচকরস মজে আছে
একটা প্রেক্ষিতও হজম হয়নি
সামান্য বর্ণনাটুকুও নিজেরাই
নতুন ভাষার ভেতর আকণ্ঠ হল
চৌকাঠ হেসে উঠলে
মনমরা শ্বদন্ত পরিচয় খোঁজ করে
মাত্রা খোঁজে জিভ
টুপটাপ স্যালাইভা ঝরে চাঁদের আলোতে
আহা রাত আমি চারিত হব
চিবিয়ে ফেলা মাথার ভেতর
আস্ত পা দেব
উঠে দাঁড়ালেই চাঁদের রাত
অল্প কামড়ে চুষে
বিশ্বাস চেটে
আত্ম কপচাবো আর
মাথা ভরে দেব বৃহদান্ত্রে
-----------------

ভার

যখন সময় থেকে জেগে উঠি
বোধের জড়তাগুলোকে
একটা একটা করে সাজাই সূর্যাস্তের মতো
সেইসময় নীল ঘন হতে থাকে
খুব ঘন একটি রাত
আমার নিঃশব্দ পরিচিতি
সেইসব ঘন নীল রাতে
টুপটুপ করে জ্বলে ওঠে মানুষ
একটা বদ্ধ তেল রং ঠেলে
তোমার নদী এগিয়ে আসে
কার্নিশ থেকে ঝুলে আছে ছেঁড়া ন্যাকড়া
অবশেষে যাবতীয় ছেড়ে
শূণ্যে পড়ে যায়
তোমার নদী পড়ছে
আমি রাত ফেলে দিচ্ছি
সূর্যাস্ত ফেলছি একটা একটা করে
আমরা পড়তে পড়তে গল্প গুছিয়ে নিচ্ছি
পুলকে টোকা দিচ্ছি অল্প


No comments:

Post a Comment