পেয়ালা / প্রশান্ত গুহমজুমদার
২১। ঘরের পাশেই ঘর! অনাবিল ছিল না এই বহন। তুমি সিঁড়ি দেখিয়াছিলে। তাহার। আধখানা গোল। ভয় ভাবিয়াছিলে? চাকা, নির্বিকার, এমত মনে ছিল? খুলিয়া দেখ নাই, মাটির ধুলো অথবা ধুলোর সাদা অনাবিষ্কৃত ছিল ওই সাদা ভ্রমণে, নতুন। কেবল নিজেকে কষ্ট ওই সব অধম পদে, ক্রিয়ায়, পতনে। দেখ নাই, চাকা ক্রমশ তোমাকেই লেহনে উদ্যোগী। ফলত সংবেদী কাঁটাসব তোমাকে গ্রহণ করিয়াছে। দেখ, আজ অবধি সাদায়, দুয়ারে। আত্মনেপদী পেয়ালায়। শূন্য সীমন্তে। সেইসব।
২১। ঘরের পাশেই ঘর! অনাবিল ছিল না এই বহন। তুমি সিঁড়ি দেখিয়াছিলে। তাহার। আধখানা গোল। ভয় ভাবিয়াছিলে? চাকা, নির্বিকার, এমত মনে ছিল? খুলিয়া দেখ নাই, মাটির ধুলো অথবা ধুলোর সাদা অনাবিষ্কৃত ছিল ওই সাদা ভ্রমণে, নতুন। কেবল নিজেকে কষ্ট ওই সব অধম পদে, ক্রিয়ায়, পতনে। দেখ নাই, চাকা ক্রমশ তোমাকেই লেহনে উদ্যোগী। ফলত সংবেদী কাঁটাসব তোমাকে গ্রহণ করিয়াছে। দেখ, আজ অবধি সাদায়, দুয়ারে। আত্মনেপদী পেয়ালায়। শূন্য সীমন্তে। সেইসব।
No comments:
Post a Comment