শোভন মণ্ডলের কবিতা
ডুবে যাই ঘুমের ভেতর
আমাদের ভাবনাগুলোর মাঝখানে খেলা করছে যে সব দাঁড়ি কমা
তার কোন নিভন্ত আগুনের গল্প নেই
ভেঙে যাওয়া ভালোবাসার পাহাড় থেকে গড়িয়ে পড়ছে দুরন্ত শিলা
আমাকে শুধু কাটাঘুড়ির সুতোর মতো ছুঁয়ে থাকতে দাও অলীক মুহূর্ত
আপেলের গন্ধে ভরে আছে অজানা বাগান
মায়াকাজলে জুড়িয়ে যায় চোখ
আমরা ক’জনে সাঁতরে যাই গহন দিঘি
ঘুমের ভেতর থেকে তুলে আনি একটা দীর্ঘ রূপকথা
পুরনো গ্রামে ফিরে
এখনো ছায়া ঝুলে আছে বটগাছে
শ্যামল-নাপিত খরিদ্দারের অভাবে টুলে বসে বসে ঢুলছে
পুকুরের জলে ডুবসাঁতার কাটছে কয়েকটা হাঁস
ওদের আদৌ কোন তাড়া নেই
রাস্তার পাশের পুরনো মন্দিরটা এখনো আগের মতোই
শুধু একটু বিবর্ণ, বিমর্ষ
তার চাতালে বসে ভোলাপাগলা অদৃশ্য আঁকিবুঁকি কাটছে
সামনের স্কুলটা থেকে ভেসে আসছে ছুটির ঘন্টার শব্দ
আর আমি স্পষ্টই দেখলাম
একছুটে স্কুলের গেট ঠেলে বাইরে বেরচ্ছে আমার হারানো ছেলেবেলা...
ডুবে যাই ঘুমের ভেতর
আমাদের ভাবনাগুলোর মাঝখানে খেলা করছে যে সব দাঁড়ি কমা
তার কোন নিভন্ত আগুনের গল্প নেই
ভেঙে যাওয়া ভালোবাসার পাহাড় থেকে গড়িয়ে পড়ছে দুরন্ত শিলা
আমাকে শুধু কাটাঘুড়ির সুতোর মতো ছুঁয়ে থাকতে দাও অলীক মুহূর্ত
আপেলের গন্ধে ভরে আছে অজানা বাগান
মায়াকাজলে জুড়িয়ে যায় চোখ
আমরা ক’জনে সাঁতরে যাই গহন দিঘি
ঘুমের ভেতর থেকে তুলে আনি একটা দীর্ঘ রূপকথা
পুরনো গ্রামে ফিরে
এখনো ছায়া ঝুলে আছে বটগাছে
শ্যামল-নাপিত খরিদ্দারের অভাবে টুলে বসে বসে ঢুলছে
পুকুরের জলে ডুবসাঁতার কাটছে কয়েকটা হাঁস
ওদের আদৌ কোন তাড়া নেই
রাস্তার পাশের পুরনো মন্দিরটা এখনো আগের মতোই
শুধু একটু বিবর্ণ, বিমর্ষ
তার চাতালে বসে ভোলাপাগলা অদৃশ্য আঁকিবুঁকি কাটছে
সামনের স্কুলটা থেকে ভেসে আসছে ছুটির ঘন্টার শব্দ
আর আমি স্পষ্টই দেখলাম
একছুটে স্কুলের গেট ঠেলে বাইরে বেরচ্ছে আমার হারানো ছেলেবেলা...
No comments:
Post a Comment