অনুরূপা পালচৌধুরীর কবিতা
আসক্ত ঘড়ির মানচিত্র
------------------------------ ----
১.
অবশেষে সহজ হলাম____
ঘরময় সুপ্ত বাতাপি চাঁদ
খানিক নোনাবরফের অন্তরবর্তী জটিলসূত্র
মুখোমুখি শব্দঋণ : মাংসেরঢিপি চেটেছি
যেভাবে ঘুড়ি জানে আড়ালকারী বাষ্পমোচন
তুমি জানতে বোধ হয় ____
ঠিক কতটা গোপন গর্ত
১টা গোটা সমুদ্র ভাসাতে পারে মাটির ফুসফসে
২.
কিছু সময়গত অভ্যাস____
সজোরে চেপে বসে কোজাগরী রাত
কয়েকটা কাগজী বাতাসের গলা টিপে ধরি
অ(পলক) পালকের খুচরো খুনের ওয়ারেন্ট
হয়তো ভাবায়নি তোমায়____
NEP > PEN → PENALTY CODE
ওহো,লেনিন জানো না তুমি
কতবড় ভুল চারপায়া দেওয়ালের পিঠে ঝুলছে
৩.
ক্রমশঃ ক্লান্ত হয় শেষপ্রহর____
পোড়া চামড়ার নিষিক্ত চামরের আগাছা
জল মোছে প্রহরী জোনাকির ঠোঁটকাটা অভিঘাত
নিষিক্ত মোমেরপুতুল : ১চালান আগুনের দাবীদার
তুমি খুঁজছো আঁশটে গন্ধ____
নিখোঁজ রাতের টুকরোটাকরা কড়িবরগা
আপাতত পিচ্ছিল শ্যাওলাবমি
বারুদঘুমে জাবর কাটে
No comments:
Post a Comment