' কবিতা করিডোর ' উত্তরবঙ্গের প্রথম মাসিক ওয়েবজিন । এই ব্লগ নতুন সৃষ্টি নিয়ে ভাবে । কবিতা নয় সাহিত্যের নানা দিক ও চিত্রকলা থেকে চলচ্চিত্র সবেতেই এই ব্লগ নতুন ভাবনার পথিক ।
Sunday, August 5, 2018
দখল সঞ্জয় সাহা
বরং পেঁচাদের কথা বলি
সাদা লাল সবুজ গেরুয়া
জনমোহিনি ম্যানিফেষ্টো
ভোট পরবর্তী মৃত্যু সংবাদ্গুলি
রাতের পেয়ালায় অবিরাম ভেসে চলে...
No comments:
Post a Comment