Sunday, August 5, 2018

সুমন মল্লিক
রাত্রি পান করি


অন্ধকারের মন্ত্র-মোহানায় ভেসে ওঠে যেই সুদীর্ঘ নিরুদ্দেশ, রাত্রি পান করি সচেতন অবচেতনে ৷ লজ্জার গভীরে প্রবেশ করি ৷ চুমুকে চুমকে তৈরী করি সোহাগচারণের চারণভূমি ৷ নদী হয়ে নেমে আসে আভাসিত প্রশ্রয় অপেক্ষার সযত্ন-জমিনে ৷ অবলোকনে আছড়ে পড়ে সম্ভাবনার জলপ্রপাত ৷ আগুনের মাঝে ঝড় তোলে আগুন ৷

নজর ও আঙুলে সাজিয়ে রাখি পরশামৃতের প্লাবন ৷ মন ভেসে যায়, মন উড়ে যায় যেন নতুন পৃথিবীর শান্তি-পাতালে ৷ কী যত্নে শরীর দিয়ে শুষে নাও শরীরের কারুবাসনা ; শরীরের আতরবাসনা উজাড় করো শরীরে ! রাত্রি পান করি, রাত্রি পান করি, আর লালন করি শীতের শেষ উত্তাপ ৷

No comments:

Post a Comment