' কবিতা করিডোর ' উত্তরবঙ্গের প্রথম মাসিক ওয়েবজিন । এই ব্লগ নতুন সৃষ্টি নিয়ে ভাবে । কবিতা নয় সাহিত্যের নানা দিক ও চিত্রকলা থেকে চলচ্চিত্র সবেতেই এই ব্লগ নতুন ভাবনার পথিক ।
Sunday, August 5, 2018
খোঁজ অনিরুদ্ধ দেব
হারিয়ে যাওয়ার প্রসঙ্গ উঠলেই
চোখের সামনে ভেসে ওঠে তিনটে ধূসর প্রেক্ষাপট -
ঝাপসা কুয়াশা, গাঢ় লাল রাত্রি আর সমান্তরাল রেল লাইন
তারপর..........
শুঁয়োপোকার গুটি কাটে শুভ্র প্রজাপতি
একটা সোনালী রোদ্দুর ছুটে যায় শ্মশানের দিকে
নতুন ভোরের খোঁজে।
No comments:
Post a Comment