Sunday, August 5, 2018



   গায়েত্রী দেবনাথএর কবিতা 









স্বপ্ন


কোনো  বৈতরণীতীরে স্বপ্ন মূর্তী গরেছিলাম
ধূয়াসার গোধূলিতে অবেলায় ভেলা ভাসিয়েছিলাম
ঠিকরায় ছায়া’,দর্পণে প্রতিফলন ’সাবেক বিন্যাস। 
জীবনে স্বপ্নের ভীড়,জ্যোৎস্নায় নিজেকে  খুজেছিলাম
সূর্যরশ্মির বল্লমে পাপেট- শো দেখিয়েছিলাম
পাপেট -শো শেষ হলে কর্তিকের ঝড়ের হাসিতে
সুধু মিলিয়ে যাওয়া  

No comments:

Post a Comment