Sunday, August 5, 2018

সম্পা পালের কবিতা 
ইতিহাস ও সংস্কৃত 


ইতিহাস আজ নতুন সাজে 
গায়ে শাহী গয়না আর লাল বেনারসী ।

চারিদিকে বিসমিল্লা খাঁ র সানাই
যে ঝাড়লন্ঠনটা বহুদিন আলোহীন
ওতে আজ নতুন মোমবাতি ।

চৌহান , চান্দেল‍্যরা অতিথি ।
সিন্ধুর তীরে যঞ্জের বেদী ।
গায়েত্রী মন্ত্রের উচ্চারণে ইতিহাস সংস্কৃতের হাতে হাত ।

তপোবনের পাতায় পাতায় হিল্লোল ।
অপেক্ষা হয়তো বহু যুগ বা কালের ।

শুরু হলো ইতিহাস ও সংস্কৃতের যুগান্তরের পথ চলা ।
ইতিহাসের দলীল দস্তাবেজ রয়ে গেল সাক্ষী ।

No comments:

Post a Comment