' কবিতা করিডোর ' উত্তরবঙ্গের প্রথম মাসিক ওয়েবজিন । এই ব্লগ নতুন সৃষ্টি নিয়ে ভাবে । কবিতা নয় সাহিত্যের নানা দিক ও চিত্রকলা থেকে চলচ্চিত্র সবেতেই এই ব্লগ নতুন ভাবনার পথিক ।
Sunday, August 5, 2018
সুপ্রিয় কুমার রায়ের কবিতা
হৃদয়,,,দয়হৃ,শুধু
,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ঈশ্বরও তো ধরে রাখতে পারেনি সম্পদ
খসে পড়েছে তারা ,,,
হাওয়া তোমায় দিয়ে যাবে সেই খবর
নাম দেবে শীত একদিন,,
শুনতে ভায়োলিন যেমন দেখতে আয়ু হোক তোমার ,,
সব বলা হয়ে যাক ঠোঁট আমাদের
শুধু নদীর মতো আওয়াজ করি এরপর ,,,
No comments:
Post a Comment