রৈবতী বন্দোপাধ্যায় ( চক্রবর্তী)এর কবিতা
অন্তরালে
দেহের প্রতিটি শ্বাস বলেছিলো তুমি আসবে,
শুধু প্রতীক্ষায় প্রহর গোনা,
অবশেষে তুমি আসলে,
পাশে লাল ওড়না পড়ে একটি মেয়ে,
সেদিনই ঘটেছিলো আমার স্বপ্নের ছন্দপতন,
লগ্নভ্রষ্টা গায়েত্রীকে তুমি বিয়ে করেছিলে,
আজ আমি শিশুদের ভালোপিসি,
দুবেলা অনাথ আশ্রমে ছাত্র পড়াই,
প্রথম প্রেম এখন স্মৃতির অন্তরালে ।
শুধু প্রতীক্ষায় প্রহর গোনা,
অবশেষে তুমি আসলে,
পাশে লাল ওড়না পড়ে একটি মেয়ে,
সেদিনই ঘটেছিলো আমার স্বপ্নের ছন্দপতন,
লগ্নভ্রষ্টা গায়েত্রীকে তুমি বিয়ে করেছিলে,
আজ আমি শিশুদের ভালোপিসি,
দুবেলা অনাথ আশ্রমে ছাত্র পড়াই,
প্রথম প্রেম এখন স্মৃতির অন্তরালে ।
No comments:
Post a Comment