Wednesday, February 28, 2018

দৃশ্যবার্তা কোলাজ সিরিজ 
রাহুল গাঙ্গুলী




মাঝামাঝি অবস্থান ~ ১টি দৃশ্যবার্তা কোলাজ
------------------------------------------------------------------
আপাতত ~ চওড়া পথ : স্থান ~ ব্যান্ডামুরালঙ্কা
অক্ষাংশ : ৮১.৯৫৭১৫
দ্রাঘিমাংশ : ১৬.৪৪২৯১

সময় ~ অভিন্ন বুদবুদ।ব্লাউজ খোলা রাস্তা
নিগার ~ নিগার ~ নিগার ~ ব্ল্যাক্-ডায়মন্ড
হ্যান্ড ওভার্ : রাস্তা ~ খুঁড়ে / নিংড়ে / কাঁচিয়ে ~ ক্রমশঃ গোপন-উপত্যকা-র সমতল সমীকরণ।এগিয়ে যাচ্ছি ~ এগোলেই ~ '১ম সূত্র গাছ বাঁচাও : জল বাঁচাও'।এখন সময় সকাল ১০-০০।২১/০২/২০১৮।প্রভাতফেরী গাছেদের সাথে শেষ হলো ~


রাহুল : শিকড়ে ভিজিয়ে নিচ্ছি শরীর।টানা জ্যামিতিক রেখায় ~ তুমিও কেবলিই আষ্টেপৃষ্ঠে দরজা খোলা পৃথিবী 

গাছ : মতামত ব্যক্ত করি।আমার ভিতরে অব্যক্ত নিষেক।নিষেক-জল ~ স্নান করে রোদ / পাখি / ছায়া।তোমাদের যাবতীয় কচিকথা ~ বিদ্যুৎ নেশাভীড়ে মহাজাগতিক

রাহুল : তবে যে শিখিয়েছো জন্মহীন নিরাকার বাসস্থান।কতো রূপে ভীড় করে জানলাহীন ঘর।ঘরেরও ২টো চোখ ~ ১টা নাভি ~ পিচগলা ফুসফুস

গাছ : আসলে কি জানো ~ কিছু বললেই শয়তান ও ঈশ্বরের ভিতর গাছগাছড়া খেলা।খেলা ভাঙে ~ শরণার্থী শিবিরে চলে উল্লাসের সংকট।সাক্ষ্য-প্রমাণ তোমাদেরই ~ অনুবীক্ষন চওড়া হয়

পাখি আসছে পাখিঘর থেকে ~ উুঁকিই ~ টুকিই ~ আপাত ১টি ক্রোমোজোম অথবা আংশিকভাবে চুম্বক্

পাখি : চূড়ান্ত পালক_____ / ব্যাসার্ধ ____ ওমজ্বর /
হলদেরঙা নদীকুসুম______

রাহুল : এই যে সীমাবদ্ধ সময় ~ যেখানে তুমি-আমি কেউই পরিচিত নই।শুকনো পাখিদ্বীপ ~ ('শ' ~ 'ব' ~ 'হ') ~ উপঘাসে চন্দনফোঁটা

পাখি : তবে কেনোই বা উড়তে চাইছো না।শুধু কি ডানা থাকলেই ওড়া যায়।সীমাবদ্ধ চিরকুট ওড়াও ~ দেখো : তোমরা ঠিক নদী হয়ে গেছো

গাছ : নদীমাতৃক উপনিষদ ~ অন্ধকার কেটে সম্পূর্ণ করি প্রিজম-বুদবুদ।অথচো জানি, লোহার আকরিক ~ শেষ ঠিকানা।তবু কোনো উপ-অপ-আঘাতহীন শান্তি পতাকা।আনন্দে পতপত্ ইপ্-শিরার আগমনী দাহ ~ আদুরে পাথরের ভিতর দাবানল

পাথর : কি মজা আমিও তোমাদের ভিতর আছি ~ আমার আদর।জলে ধোয়া মেঘ।মেঘের ওপারে গাছমতি বসৎ।তারপর ~ মিঠে আলোর খনিজ আশ্রয়।এসো ~ একসাথে খুঁজি

রাহুল : এযাবৎ আশ্রয় খুলে ~ মিথোজীবী অলংকার।প্রতি সমান্তরাল যাবতীয় : সুখ-অসুখ-ভ্রূণ-শরীর-জয়-পরাজয়।আগ্নেয়গিরি শান্ত হোক

পাখি : আসলে বলছো না সমাপ্তিকথনের প্রি-ডেটাশিট্।কেবল ~ ঘুম-অতিঘুম-পরাঘুম : হাতড়ে যাচ্ছ নুনমাটির আশ্রয়।বলছো না ~ ১ফোঁটা জল ~ তৃষ্ণার্ত কঙ্কাল ~ গোটা ব্রহ্মাণ্ড ~ শুরু থেকে ঘোরে ~ ঘূর্ণনমান = ০-দশায় অসীম


আরো ১টু হেঁটে চলি।অভিন্ন সৌরমাস।সময় দুপুর১২-০০।গন্তব্য সমুদ্র।সামুদ্রিক ঠিকানা।পাহারায় ক্যানভাস ~ মিশে যাচ্ছে গাছপাখি ~ গলে যাচ্ছে রুমালের মোম।পাথর + সমুদ্র ~ প্রবল উত্তাপ বিনিময় ~ ব্যক্তিগত জ্যামিতির নিঃসরণ 


শব্দরূপ : রাহুল

(দৃশ্যবার্তা নিয়ে কাজগুলোর আরেকটু এগিয়ে যাওয়া।এই কাজটির মূল উদ্দেশ্য হলো ~ মহাব্রহ্মান্ডের অন্তর্নিহিত প্রকৃতির ভিতর প্রবেশ এবং তার উপাদানগুলির সাথে আত্ম-উপলব্ধির সংযোগ স্থাপন ~ বার্তা বিনিময় মাধ্যমে।প্রকৃতির এমন কোনো উপাদান নেই, যা প্রাণস্পন্দনহীন এবং যা আমাদের উপকার করতে চায় না।ক্রমশঃ)

No comments:

Post a Comment