Wednesday, February 28, 2018

সু দী প্ত  মা জি 
........................
বৃষ্টিবিকেল, চিলাপাতা 
..................................
পাতার নীচে সবুজ অন্ধকার 
হাওয়ার ফানুস উড়ছে

বিষণ্ণতার খোলামকুচি ছড়িয়ে থাকা পথে 
তোমার সঙ্গে কথা বলছে দীর্ঘশ্বাস

একলা বিকেলের আলো 
আর 
শ্রাবণমেঘের সোপান 
তোমার গানের সঞ্চারীর সিঁড়িতে বসে আছে

দোহারা একটা অন্ধকার ঘনিয়ে উঠছে তোমার 
                                           মনের পাঁজরে

No comments:

Post a Comment