Tuesday, February 27, 2018

 পিয়াস মজিদের ২টি কবিতা 
১. স্মৃতিরিক্ত 


এই ভিসা-বিশ্বে তোমার অন্তরের অনন্ত অভিবাসী আমি।
ধেয়ে আসা অন্ধকার আবর্তনে গড়ি অনলপুষ্পের অস্থি।
আর যত নীল রন্ধ্র যত বাদামি নকশা অপেক্ষায় ছিল আমারই মৃত্যুজয়ন্তীর;
যেহেতু সমস্ত জন্ম আজ মরচে পড়া পেরেকের প্রতিম।
উৎসবের দেশে এমন অশ্রুপরবে নগ্ন-নীরবে,
তোমারই আকারে স্মৃতিরিক্ত ঐ সমুদ্র বয়ে চলে।




২.  বিচ্ছেদ ও বুদ্ধদেব


আসন্ন হেমন্ত আমাদের শীতকামী ¯স্নায়ু। মৃত বিকেলের পাঁজরে সন্ধ্যা গড়ে নিচ্ছিল নিজের নরম তনু, ভাবনম্র বেদনাবৃন্দ আভাষ পেয়ে যেন আগেভাগেই ঘুরছিল আকাশবাড়ির বারান্দায়। দৃশ্য শেষ অথচ আমরা দুজনে মিলে মঞ্চে দেখছিলাম বুদ্ধদেব বসুর প্রথম পার্থ।




No comments:

Post a Comment