কলিং বেল
সুলক্ষণা
তোমার স্পর্শের সুরে
বেজে ওঠে গ্রামোফোন।
অদ্ভুত গন্ধে ভরে যায়
শরীরের ভাঁজে লুকিয়ে রাখা গল্পগুলো।
তোমার ঠোঁটের এই উষ্ণতার গন্ধ
আমার অনেকদিনের চেনা।
বেজে ওঠে গ্রামোফোন।
অদ্ভুত গন্ধে ভরে যায়
শরীরের ভাঁজে লুকিয়ে রাখা গল্পগুলো।
তোমার ঠোঁটের এই উষ্ণতার গন্ধ
আমার অনেকদিনের চেনা।
দেখো
এলোচুল ওড়ে বারান্দায়,
আর অস্তগামী সূর্য রাঙায় ধ্যানবিন্দু।
তোমায় প্রেম উৎসর্গ করতে গিয়ে
কবে যে করে ফেলেছি তোমারই জপ...বুঝিনি ...!
এলোচুল ওড়ে বারান্দায়,
আর অস্তগামী সূর্য রাঙায় ধ্যানবিন্দু।
তোমায় প্রেম উৎসর্গ করতে গিয়ে
কবে যে করে ফেলেছি তোমারই জপ...বুঝিনি ...!
দেখি -
সঙ্গীহীন দুপুর ভরে যায় ঘুঘুর ডাকে।
আর নিঃস্বাস বলে দেয় দূরত্বের মাপ।
সে রাস্তা ফুরাতেই চায় না . . .।
দুপুর আরও দীর্ঘতর হয়।
স্বপ্নেরা ওঁৎ পেতে থাকে রাত্রির অপেক্ষায়।
আমিও মুহূর্ত গুনি রোজ ক্যালেন্ডার বদলিয়ে,
আর তোমাকে দেখার ফুরসৎ খুঁজি স্বপ্নে।
সঙ্গীহীন দুপুর ভরে যায় ঘুঘুর ডাকে।
আর নিঃস্বাস বলে দেয় দূরত্বের মাপ।
সে রাস্তা ফুরাতেই চায় না . . .।
দুপুর আরও দীর্ঘতর হয়।
স্বপ্নেরা ওঁৎ পেতে থাকে রাত্রির অপেক্ষায়।
আমিও মুহূর্ত গুনি রোজ ক্যালেন্ডার বদলিয়ে,
আর তোমাকে দেখার ফুরসৎ খুঁজি স্বপ্নে।
তবে,
যদি স্বপের বাড়িটায় আসো
আর, কলিং বেল বাজিয়ে
শুধু আমায় ডাকো
তবে,জেনো .......
আমি বাড়ি নেই !
যদি স্বপের বাড়িটায় আসো
আর, কলিং বেল বাজিয়ে
শুধু আমায় ডাকো
তবে,জেনো .......
আমি বাড়ি নেই !
Khub bhalo laglo!
ReplyDeleteKhub bhalo laglo!
ReplyDelete