সালেহীন শিপ্রার ২টি কবিতা
১. (অন্য পৃথিবী)
ছায়ার ওপর থেকে ছায়া সরে গেলে দৃশ্যত হেরফের নাই ৷ জবুথবু রোদের ভেতর তোমাদের কেমন কেমন স্বর; মূর্ত হয় ফণীমনসার ঝোপ, কাঁটাবিদ্ধ আলো ৷ প্রাত্যহিক জীবন তো ভুলে গেছে কতটা নিঃশব্দে কোনো নিঃস্ব হাত প্রতীক্ষায় থাকে ৷ কাঁটাতার সরে যায় অখন্ডিত পৃথিবীর স্বপ্নের ভেতর ৷ বস্তুত বিবাদঋতু হাতের ওপর থেকে হাত সরে যায় ৷
২. ( টান )
পাতা খসার মত আলতো একটা রিদমিক টান নির্মোহের উত্তরে সরে আসে । টর্পেডো ডুবিয়ে গেছে লবন গুঞ্জন আর মাছেদের যাপনে ঢুকে পড়ে ভাবছি এ কালো চোখ তারই । ভাঙা নোঙরের পাশে আংটা ফণার ক্রূরতা নিয়ে ঝুলে থাকা প্রশ্নবোধক ।
১. (অন্য পৃথিবী)
ছায়ার ওপর থেকে ছায়া সরে গেলে দৃশ্যত হেরফের নাই ৷ জবুথবু রোদের ভেতর তোমাদের কেমন কেমন স্বর; মূর্ত হয় ফণীমনসার ঝোপ, কাঁটাবিদ্ধ আলো ৷ প্রাত্যহিক জীবন তো ভুলে গেছে কতটা নিঃশব্দে কোনো নিঃস্ব হাত প্রতীক্ষায় থাকে ৷ কাঁটাতার সরে যায় অখন্ডিত পৃথিবীর স্বপ্নের ভেতর ৷ বস্তুত বিবাদঋতু হাতের ওপর থেকে হাত সরে যায় ৷
২. ( টান )
পাতা খসার মত আলতো একটা রিদমিক টান নির্মোহের উত্তরে সরে আসে । টর্পেডো ডুবিয়ে গেছে লবন গুঞ্জন আর মাছেদের যাপনে ঢুকে পড়ে ভাবছি এ কালো চোখ তারই । ভাঙা নোঙরের পাশে আংটা ফণার ক্রূরতা নিয়ে ঝুলে থাকা প্রশ্নবোধক ।
No comments:
Post a Comment