প্রত্নচোখ
কুমারেশ তেওয়ারী
প্রত্নবালিকার চোখে চোখ রাখি দেখি
চোখের তারায় তার সারি সারি
শুয়ে আছে ফসলের ক্ষেত
ব্যর্থকাম ঘোড়ার চারণ নিয়ে তনুময় ক্ষত
উটের বিভ্রম নিয়ে যারা ভুলে গিয়েছিল
লাঙলেরও মধুবাতা আছে
যখন নিরীহ কোনো অন্ধকার শুদ্ধমতি নিয়ে
অনুবাদ করে যায় মমার্ত কোলাস
ঘুমন্ত প্যাশন থেকে নৃত্যময় উঠে আসে
জৈবিক চাহিদা নিয়ে মধুময়গুলি
অনন্ত ট্রাপিজ খেলে ধারাভী ঘুর্ণন
প্রত্নবালিকার কাছে যাই চোখে রাখি চোখ
চোখের তারায় তার জেগে আছে
কবেকার বাটিকাঅশোক
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্রহ্মকমলের বনে
ব্রহ্মকমলের বনে এসে বসে আছি এই নির্জনবেলায়। দেখছি বর্ণালি এসে ফেটে যাচ্ছে আর সাত রকমের ঘোড়া ব্রহ্মকমলের রেণু পান করতে করতে মিশে যাচ্ছে সে বনের অণু-পরমাণুতে।
এক সহস্র ফণা নিয়ে ছুটে আসা বাতাস পদ্মাসনে ধ্যানস্থ হতেই কক্ষপথে দাঁড়িয়ে পৃথিবী ছড়িয়ে দিচ্ছে পুষ্পবৃষ্টি। কোটি কোটি তনুজীবী কীট পতঙ্গ প্রাণী নিজস্ব প্রোফাইলে ঢুকে আরার ভেসে পড়ছে গর্ভজলে।
ব্রহ্মকমলের বনে এসে এক দৈত্য খুঁজে পাচ্ছে তার সমগ্র শরীর এঁটে যাচ্ছে এক পিঁপড়ের সামান্য ডানায়।
No comments:
Post a Comment