হাঁটু মুড়ে এই জীবন
সূরজ দাশ
উচ্ছন্নের কাছাকাছি যেতে যেতে
দেখা হয় তোর সাথে
কোলাহলে ক্রমাগত
অন্যমনস্কতা ঘিরে
কিলবিল জমে যায় এই দেহ
দূরের আকাশ থেকে নামে
বাণিজ্যিক ছাই
দল বেঁধে ঘোরাঘুরি
শ্রমিক জীবন
কেবলই নামতে জানে
কেবলই ডুবতে জানে
এলোমেলো ঘাসের ভেতর
এই জীবন
হাঁটু মুড়ে
কেবলই লুকোতে জানে
পুরাকাল থেকে ওঠে আসা
এই দেহ দেহান্তর
উচ্ছন্নের কাছকাছি থিতু হয়
জমাট বাঁধার পর দেহ ঘিরে কিলবিল
ছটফটানি সামাজিক ঘুমের আকাশে
জাল বোনে, গান গায়
স্বাস্থ্য কথা হয় বিকেলবেলার !
কাঙাল নদীনালা
সমস্ত মেলামেশা ভেঙে দিয়ে যে সব রাস্তারা
চলে গেছে স্বপ্নের হলুদে
সেখানে মেঘ – বৃষ্টি এলে সাঁতরাই দুজনে
চেনামুখেদের কাছাকাছি গাঢ় হই হাসিমুখে
যেভাবে জলের বুদবুদ নিরাপদে ভাতঘুম দেয়
সেভাবে উড়ছে এই কাঙাল নদীনালা
এই তা – থৈ একাকীত্ব বাউলপাড়ায়
সূরজ দাশ
উচ্ছন্নের কাছাকাছি যেতে যেতে
দেখা হয় তোর সাথে
কোলাহলে ক্রমাগত
অন্যমনস্কতা ঘিরে
কিলবিল জমে যায় এই দেহ
দূরের আকাশ থেকে নামে
বাণিজ্যিক ছাই
দল বেঁধে ঘোরাঘুরি
শ্রমিক জীবন
কেবলই নামতে জানে
কেবলই ডুবতে জানে
এলোমেলো ঘাসের ভেতর
এই জীবন
হাঁটু মুড়ে
কেবলই লুকোতে জানে
পুরাকাল থেকে ওঠে আসা
এই দেহ দেহান্তর
উচ্ছন্নের কাছকাছি থিতু হয়
জমাট বাঁধার পর দেহ ঘিরে কিলবিল
ছটফটানি সামাজিক ঘুমের আকাশে
জাল বোনে, গান গায়
স্বাস্থ্য কথা হয় বিকেলবেলার !
কাঙাল নদীনালা
সমস্ত মেলামেশা ভেঙে দিয়ে যে সব রাস্তারা
চলে গেছে স্বপ্নের হলুদে
সেখানে মেঘ – বৃষ্টি এলে সাঁতরাই দুজনে
চেনামুখেদের কাছাকাছি গাঢ় হই হাসিমুখে
যেভাবে জলের বুদবুদ নিরাপদে ভাতঘুম দেয়
সেভাবে উড়ছে এই কাঙাল নদীনালা
এই তা – থৈ একাকীত্ব বাউলপাড়ায়
No comments:
Post a Comment