সুপ্রিয় কুমার রায়ের কবিতা
পূরণের
,,
ঘুরতে ঘুরতে বৃত্ত হলো
তুমি বিন্দু
এমনিই ।
কত মাটি লেগে থেকে লাল মাটি শুধু মনে থাকে
তোমার থেকে বিচ্ছেদে ঈশ্বর
ঈশ্বর থেকে বিচ্ছেদে
সোহিনী থেকে পাতা পরে আর পরে,,,,
[18/02 19:04] supriyakroy: তোকে
এরপর বন্ধুত্বই পারলো নির্মোহ চেয়ে থাকতে
জানা গেল
সোনা ভুলে গেলে
মানুষ হয়ে উঠতে পারে মন্দির
পূরণের
,,
ঘুরতে ঘুরতে বৃত্ত হলো
তুমি বিন্দু
এমনিই ।
কত মাটি লেগে থেকে লাল মাটি শুধু মনে থাকে
তোমার থেকে বিচ্ছেদে ঈশ্বর
ঈশ্বর থেকে বিচ্ছেদে
সোহিনী থেকে পাতা পরে আর পরে,,,,
[18/02 19:04] supriyakroy: তোকে
এরপর বন্ধুত্বই পারলো নির্মোহ চেয়ে থাকতে
জানা গেল
সোনা ভুলে গেলে
মানুষ হয়ে উঠতে পারে মন্দির
No comments:
Post a Comment