রাহুল ঘোষের দুটি কবিতা
সেরা
এক কামড়ে গ্রামটা শহর হয়ে গেল। বন্ধুরা সব বন্দুক হয়ে গেছে আজ।
বাড়ির পরিবেশ ভদ্র হয়ে ওঠেনি এখনো! সবাই আমরা ভালো থাকতে চাই। আমার স্মৃতিতে – তুলসীগাছ হওয়ারও জায়গা নেই আজ।
হাতে হাতে পৌঁছে যাব একদিন আমরা যারা ভালো,আমাদেরই ঝড় সব ভূত ঘুরছে চারিপাশে, সায়নীর গা থেকে দুধের গন্ধ ওঠে এখন।
আমি আর চা খেতে চাই না।
সেরা
এক কামড়ে গ্রামটা শহর হয়ে গেল। বন্ধুরা সব বন্দুক হয়ে গেছে আজ।
বাড়ির পরিবেশ ভদ্র হয়ে ওঠেনি এখনো! সবাই আমরা ভালো থাকতে চাই। আমার স্মৃতিতে – তুলসীগাছ হওয়ারও জায়গা নেই আজ।
হাতে হাতে পৌঁছে যাব একদিন আমরা যারা ভালো,আমাদেরই ঝড় সব ভূত ঘুরছে চারিপাশে, সায়নীর গা থেকে দুধের গন্ধ ওঠে এখন।
আমি আর চা খেতে চাই না।
বিসম্বাদ
কখনো কখনো নিজের পা ছুঁয়ে দেখতে
ইচ্ছে করে। রাতের আকাশে মেঘ বোঝা যাচ্ছে না। আমরা অপেক্ষা করে আছি
সবার জন্য।
কিছু সহজ হয়না আর কঠিন হয়ে যাচ্ছে ক্রমশ ছোটবেলার রবারের গন্ধ
কালো কালি থেকে হঠাৎ নীল কালি হাতে পড়ে গেল আজ।
No comments:
Post a Comment