বিপ্লব গঙ্গোপাধ্যায়ের দুটি কবি তা
রোমাঞ্চের রেখাসূত্র
------------------------
নিজস্ব অভ্যাস নিয়ে বসে আছি হাতের মুঠোয়
বেড়ে উঠছে নির্জন দুপুর
দুঃখ আর আনন্দ মিশিয়ে করতালি
করতালি দেয় কেউ
তার স্পর্শ হারিয়েছে সেই কবে সমুদ্রভৈরব
সরলরেখার দিকে পিছু ঘুরে খেলা করছে অতিদ্রুত শিকড়ের ছায়া
কোথাও কি মেঘ জমছে ?
নক্ষত্রেও শ্যাওলার আভাস
অলৌকিক ভঙ্গিমায় সন্ধিপথ
রোমাঞ্চের রেখাসূত্র নির্বিকারে রেখে নিজস্ব আকাশ।
No comments:
Post a Comment