Wednesday, February 28, 2018

বেরিয়ে পড়া
                 দেবারতি চক্রবর্তী

পাতার ফাঁকে ফাঁকে জলের কণা ঝুলে
পাখির ডানার কতই না ভাঙা ভাঁজ
লাল পিঁপড়ের ঘরবাড়ি যত্নের
স্বপ্ন বেশ চলছে
কালচে রাত্রির ওই ফাঁকা স্টেশন মনে করায়
বিড়াল কুকুরের ঠান্ডা লড়াই
কুয়াশার খোঁজে হেঁটে চলি অজানায়



একইরকম
          

বৃষ্টি শুরু হয়েছে
গোটা সপ্তাহ ধরে বৃষ্টি
শান্ত হওয়ার লক্ষন নেই
বারান্দার জানালা বন্ধ
চুপ করে বসে আছি নিজের মধ্যেই
নিলয় অলিন্দে খামখেয়ালি প্রবল
ইমোশনের ঝড় নেই
অসহায় গাছ গুলো ভিজছে প্রতিদিন

No comments:

Post a Comment