Wednesday, February 28, 2018

জ্যোতির্ময় মুখার্জির কবিতা 
আশা’লীন সমাচার


প্লিজ্ এভাবে তাকিয়ো না
এভাবে এসোনা কাছে
.
শুধু গন্ধ নয়
শুধু স্পর্শ নয়
তুমি দৃশ্য হও
.
এভাবেই খ’বর হোক
আমাদের আশা’লীন সমাচার


নগ্ন শীতবিতান


ধরো, তোমার ঠোঁটে ঠোঁট রাখলাম। আর পাখি হয়ে উড়ে গেল রাত। ক্রমশ কানের লতি ছুঁয়ে। গলা-ঘাড়-পিঠ বেয়ে নেমে গেল পুরুষ্ট কমন্ডুল
.
তোমার নিখাদ স্তনে তখন। তুলতুলে অসুখ। তুমি জড়িয়ে নিলে। বৈধতার মৌনস্নানে। সধবা জেহাদি
.
সন্ধ‍্যে নামার মতোই। আলুথালু শরীরী ভিতরবাড়ি। দরজা খুলে দিয়েছিলে তুমি। পর্দা’ও। বলেছিলে। কাছে এসো
.
অতঃপর, নতজানু নাভিঘুমে। মধুক্ষরা চাঁদ। আদুরে বিষদাঁত ভেঙে। আমাদের নগ্ন শীতবিতান

2 comments: