দুটো কবিতা // বিপ্লব সরকার
------------------------------ --------------
------------------------------
হেঁশেল
----------
কোনো এক হেঁশেল থেকে ভেসে আসে উইপোকা-যাপন
----------
কোনো এক হেঁশেল থেকে ভেসে আসে উইপোকা-যাপন
যতবার হাঁটি সেই পথ
প্লেগবাহী ইঁদুরের গন্ধ এসে লাগে নাকে
প্লেগবাহী ইঁদুরের গন্ধ এসে লাগে নাকে
বদ্ধ কারখানার ভেতর থেকে দেখি
একে একে বের হয়...
একে একে বের হয়...
সদ্য বালিশ ছিঁড়ে আসা অহংয়ের দল
শরবিদ্ধ আয়না
-----------------------
-----------------------
দৃশ্যমানতার কাছে স্তাবকতাগুলোর কিলবিল
কবির শরবিদ্ধ আয়না থেকে ঝরে পড়ে দুপুর-ঘাম
আসলে, বাধ্য কবি তবু বলতে পারেনা--
স্তাবক, তুমি পাঠক হও!
স্তাবক, তুমি পাঠক হও!
আমাদের সকলের নৌকোতলে জন্মগত ফাঁকি লেগে আছে
No comments:
Post a Comment