Wednesday, February 28, 2018

দূরত্বের ভেতর / নীলাব্জ চক্রবর্তী



কমলা গন্ধের দিন
হাইওয়ে
কী একটা ভাষা হোলো
স্থির ফ্রেমের মধ্যে
চিঠি বদলে নেওয়ার কথায়
একটা ভারী দৃশ্য ছিঁড়ে ফেলা
বিভ্রান্ত একটা সমকাল
মেকিং অফ আ পোয়েম শিখতে এসেছে
একটা গলি
ফুলে উঠছে অতয়েব
কাঠের বাগান ফুলে উঠছে আয়নায়
এভাবে একটা দরজা আঁকা হোলো
ঋতু ভেবে
দূরত্বের ভেতর
রেখে আসা হোলো চিহ্নের বিস্ময়গুলো...

No comments:

Post a Comment