Tuesday, February 27, 2018



সাংকেতিক
আসমা অধরা

খুব মৌতাত হবে নাকি রোদে, পুড়ে যাবে বুক পিঠ
তার উপর চলে কারসাজি, মূকশূন্যপুরের দিক
মেঘেরও এমন দাম বেড়েছে, হাঁকছে দাম টাকায়
এক টাকার জিনিশ এখন পঞ্চাশেতে বিকায়

বনিবনার  কমতি তবু প্রেমও গেছে জুটে
প্যারিস ছোঁয়া সুবাস নেই সেই আঁচলের খুঁটে
দামী সুবাস না দিলে কি প্রেম উবে হয় বাতাস
অন্ত  রেখায় ধোঁয়াশার মত দিচ্ছে ফাঁকি আকাশ

ধরা দেয়না নীল পাখনা,  দিচ্ছে দেখা ঠিক
প্রজাপতি হওয়া নাকি খুবই সাংকেতিক !
তার চাইতে নাহয় হই অভ্র পাটাতন,
খোলফাঁসানো জাহাজ
হাঙর দাঁতে চুমু খেয়েই  মিটুক নাহয়
প্রেমের অভিলাষ

তবুও  মন  কথা না রাখায় ধায়, বখে যাওয়া মেঘেতেই
আকাশ বায়ুতে, নীল পাখনার আকর্ষণ নিষেধেই
আদেখলা হয়ে যে  প্রেম ফেরে তবু এই ধরারই বৃষ্টি ধুলোয়
রাতজাগা সব পাখী ও পাখারা পুড়ে যাচ্ছে হিংসে  চুলোয়।



No comments:

Post a Comment