অনুপমা অপরাজিতার ২টো কবিতা
বিস্মৃতির বাক্স ----+-++++-----
বিস্মৃতির দেরাজ খুললে দেখতে পাই হারানো রাজ্যের কতকথা নাকফুলে সেজেছিলাম একদিন ছাতিমতলায় বনফুল তুলে নাকেরকোলে বসিয়েছিলাম ছোট্টবনফুল অভিজাত কোন কাহিনি নয় এ কেবল হিরণদ্যুতির প্রতিভাসদিন..... ---+-++-----
সিম্বল “““““““““““
অাজ দুটো শালিখ দেখতেই মন খারাপের সকাল শুরু ।প্রকৃতির সিম্বলিক উড়ে যাওয়া দিনকে প্রায়শঃই দলা-মোচড়া করে দেয় ।আমার আবার টু ফর হরিবল ! কিছু চিত্রকল্প অামি অাঁকি শব্দে শব্দে।পোঁচ দেই মাধুরীর রঙে । আবার কিছু দৃশ্য নিজেই গা ঘেঁসে বসে ঝাউবন ছুঁয়ে কর্ণফুলি সাঁকো পেরিয়ে পায়ে পায়ে কাশফুলের চরে ।এই সরল অনুকথায় একটি জীবনের সারাৎসার উঠে আসে ।জলের রঙে কথা কয় কখনো ছায়ায় কখনো মায়ায় কখনো তার চেয়ে অধিক ফালি করা রোদনে । অনুপমা অপরাজিতা প্রকাশিত কাব্যগ্রন্থ তোমার সমাসঙ্গে কবিতার উঠোন স্বপ্নভুক লোনাজল দ্বিখণ্ডিত হিরন্ময় গন্তব্য।
বিস্মৃতির বাক্স ----+-++++-----
বিস্মৃতির দেরাজ খুললে দেখতে পাই হারানো রাজ্যের কতকথা নাকফুলে সেজেছিলাম একদিন ছাতিমতলায় বনফুল তুলে নাকেরকোলে বসিয়েছিলাম ছোট্টবনফুল অভিজাত কোন কাহিনি নয় এ কেবল হিরণদ্যুতির প্রতিভাসদিন..... ---+-++-----
সিম্বল “““““““““““
অাজ দুটো শালিখ দেখতেই মন খারাপের সকাল শুরু ।প্রকৃতির সিম্বলিক উড়ে যাওয়া দিনকে প্রায়শঃই দলা-মোচড়া করে দেয় ।আমার আবার টু ফর হরিবল ! কিছু চিত্রকল্প অামি অাঁকি শব্দে শব্দে।পোঁচ দেই মাধুরীর রঙে । আবার কিছু দৃশ্য নিজেই গা ঘেঁসে বসে ঝাউবন ছুঁয়ে কর্ণফুলি সাঁকো পেরিয়ে পায়ে পায়ে কাশফুলের চরে ।এই সরল অনুকথায় একটি জীবনের সারাৎসার উঠে আসে ।জলের রঙে কথা কয় কখনো ছায়ায় কখনো মায়ায় কখনো তার চেয়ে অধিক ফালি করা রোদনে । অনুপমা অপরাজিতা প্রকাশিত কাব্যগ্রন্থ তোমার সমাসঙ্গে কবিতার উঠোন স্বপ্নভুক লোনাজল দ্বিখণ্ডিত হিরন্ময় গন্তব্য।
No comments:
Post a Comment