পালিত কাল
অভিশ্রুতি রায়
-------------
যেভাবে হাসছো
তার সোহাগে অনেক মেঘ ভাঙছে
যেভাবে কাশছো
তার আওয়াজে অনেক শীত বেরিয়ে পরছে
কুয়াশা জমাচ্ছে
আদর করছে
অথচ এখন তীব্র বিরামের দিন
উঁচু উঁচু ফোয়ারা মাঝখান দিয়ে উড়ছে
আজকাল ঘুমোতে পারিনা
কারণ ঘুমের ভেতরে আত্মা থাকেনা
মন থাকেনা
তাই প্রেমও থাকেনা
যাকিছু থাকে সবই অবৈধতা
ঈশ্বরাধীন উপভোগ মাত্র
তবুও ক্লান্ত হইনা
দেহের উপলব্ধি
যেখানে ঘুমের জন্ম দেয়
সেই প্রসবকাল থেমে গেছে
থামিয়ে দিয়েছ
অভিশ্রুতি রায়
-------------
যেভাবে হাসছো
তার সোহাগে অনেক মেঘ ভাঙছে
যেভাবে কাশছো
তার আওয়াজে অনেক শীত বেরিয়ে পরছে
কুয়াশা জমাচ্ছে
আদর করছে
অথচ এখন তীব্র বিরামের দিন
উঁচু উঁচু ফোয়ারা মাঝখান দিয়ে উড়ছে
আজকাল ঘুমোতে পারিনা
কারণ ঘুমের ভেতরে আত্মা থাকেনা
মন থাকেনা
তাই প্রেমও থাকেনা
যাকিছু থাকে সবই অবৈধতা
ঈশ্বরাধীন উপভোগ মাত্র
তবুও ক্লান্ত হইনা
দেহের উপলব্ধি
যেখানে ঘুমের জন্ম দেয়
সেই প্রসবকাল থেমে গেছে
থামিয়ে দিয়েছ
Lekha aro porinoto o sundor hocche. খুব ভালো লাগলো।
ReplyDelete