Wednesday, February 28, 2018

মিতালি চক্রবর্তীর দুটি কবিতা 

আকাঙখা


তামসী,,,,,,,আজও একইরকম
ঠোঁটের পরশ বুকের ভাঁজে পৌঁছয় নি,
সুদূর পরাহত যাপন
আজও ভাবায়.......
অন্ধকারের আড়ালে
নিশ্বাসের দুরত্ব ভেঙে
শ্রান্তির শিখরে,
স্বজন যখন শ্রান্তি তখনও
আলেয়া...
.....তামসী আমার
তোমাকে দেখা হয়নি
তমস অনাবৃতা....!

আমণ্ত্রণলিপি

তোমার পাঠানো ভালবাসার রং মেখে
খোলাচুলে আমি.....
তোমার চোখের ইশারায়
আমার ভ্রুভঙ্গিমায়
ফুটে ওঠে কপট রাগ....
তুমি ঠোঁটের কাছে খুব কাছে
কোন এক হৈমন্তী দিনে
কিংবা কোন শারদীয়া সন্ধ্যায়
হেঁটে যাব.... শিশিরে
ভিজে,যাবে....যাবে তুমি অকরুন জ্যোৎস্নায়!!!

No comments:

Post a Comment