Wednesday, February 28, 2018

সাঁকো
শুভ্র সরকার 

সম্মোহনের চোখে চেয়ে আছে পলকহীন অন্ধকার। আরো কিছুটা পথ এগোলে একটা সাঁকো বার্ধক্য নিয়ে দাঁড়িয়ে থাকে— পারাপারহীন।
কখনো আঁজলা ভরে বর্ষা ভিজিয়ে দেয় সাঁকো। জলফুল ফুটে থাকে তার চোখে। আবার কখনো কুয়াশাপাখি তার বুকের পাঁজরে এসে বাসা বাঁধে। তারপর একদিন উড়ে চ'লে যায় রোদরেখার পথ ধ'রে। শুধু রেখে যায় ছায়া।
এভাবে ছায়া কুড়তে কুড়তে একদিন সাঁকোর অবয়ব নিয়ে; ধূলিমেঘ উড়িয়ে চলে যায় মায়ারথ। সাঁকোটা দাঁড়িয়ে থাকে অবিরল— অবয়বহীন।

No comments:

Post a Comment