Wednesday, February 28, 2018

কাজ

দেবাশিস  বর্ধন


সকাল থেকে রাত অবধি
আপনি কাজ করেন
কাজ ছাড়া একদম থাকতে পারেন না 
ছোটো ,বড়, মাঝারি ,সাদা-মাটা সব ধরনের
কাজে উৎসাহ পান আপনি
কেউ কেউ আপনাকে হিংসে করে
গালি দেয়
আপনি কানে বা মাথায় লাগান না
একমনে কাজ করেন
বুকের ভিতর আপনার আগুন জ্বলে
চোয়াল শক্ত হয়
দ্বিগুণ উৎসাহে কাজ করেন
কোনো বাজে শব্দ আপনি আর শুনতে পান না
নতুন এক দক্ষতা অর্জন করেন
কোনো প্রকার উদ্বেগ ছাড়াই...
                 -----------------
মাছ ধরা


আমি মাছ ধরতে ছিপ ফেলি পুকুরে
অনেকটা সময় চলে যায়
বসে বসে ঝিম ধরে
ছিপের মাথায় দুইটি বাঘা ফড়িং
বারবার উড়ে উড়ে গিয়ে বসে
ছিপে টান লাগে না
বড় মাছের আশা নাই
ছোটোগুলোরও খোঁজ পাই না
চারপাশের মাটি দেখি , গাছ-পালা দেখি
বাতাসের গন্ধ নিই
বুঝি
আমি একদম বেমানান এইখানে
মাছেরা টের পায় সেটা
আর তাই খালি হাতে বসে থাকা
উঠে ফিরে আসি
কাদা-মাটি মেখে পুকুর ঘাটে বসব বলে...

No comments:

Post a Comment