শব্দ সিরিজ ১১
-----------------------
শুভময় সরকার
আরও কিছু শব্দ-সঙ্গ
প্রতিদিন নিহত কিছু
স্বপ্নকথা,নীলপথ
ছায়াপথ,ছায়াগলিপথ
ছায়া আলিঙ্গন
কত কথা কতশত কথা
শুধু শব্দসমাহার
শব্দ আলিঙ্গন
শ্রাবণের শব্দ শুনি রাতভোর
ভোর হয়
আহত কথামালায় গড়ে ওঠে
শব্দস্রোত
শব্দসকাল
No comments:
Post a Comment