Wednesday, February 28, 2018

যুক্তি তক্কো আর গপ্পো
বিশ্বজিৎ লায়েক

কালো পোশাক পরা ভূত নাচছে
নীলকণ্ঠ
তোমার আশ্রয় কি ছিল-আছে
তিনি চলে গেছেন
তিনি আসবেন
তিনি আসবেন না
পর্দাজুড়ে আবার ভূত নাচল
‘নামাজ আমার হইল না আদায়’
বঙ্গবালা মা, লাচ মা লাচ
সাঁওতাল বৃদ্ধ আর কিছু বলেনি
বঙ্গবালা এখন নিজের মুখে পরেছে
                       দুর্গার মুখোশ
নীলকণ্ঠকে গুলি করে মারা যায়, মদন তাঁতিকেও
সারাদেশ জুড়ে ভূতের নাচ
দেওলিয়াপনা দলবৃত্ত কালো পোশাক পরা
কয়েকটি মূর্তি এখনও নাচছে


সুবর্ণরেখা


ওয়াইড অ্যাঙ্গেলে আকাশ পৃথিবী নদী
                বালি বোল্ডার উচ্চাঙ্গ
বাস ট্রাম ট্যাক্সি
ড্রাইভার পথ মৃত্যু দুর্ঘটনা
                         অন্ধকার
গতিশীল ক্যামেরা লিখল খদ্দের ক্যামেরা লিখল
                          গণিকা
                        গণিকালয়
অমত স্বামী
দমবন্ধ কলকাতা
‘আজি ধানের ক্ষেতে রৌদ্রছায়ার খেলা’
প্রতিবেশী দাদা ধারালো বটি
পর্দা জুড়ে বিরাট কালিমূর্তি



কোমলগান্ধার


বিরাট ফ্রেমে কোন কল্প নেই কোমল অভিঘাত
বাম দিকে বেঁকে গেছে ভাঙনের উলু
‘আমের তলায় ঝামুর ঝুমুর কলাতলায় বিয়ে’
খাই
খাও
খেয়োখেয়ি
কোলাজে গাঁথা ওপারে ভৃগুর আঙুল
দেখ প্রেম,  দেখ দ্বন্ধ, যন্ত্রণা... দেখ দেখ...
অনুসূয়া দেখল—
‘আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে’


No comments:

Post a Comment