Wednesday, February 28, 2018

যখন বয়স পেরোচ্ছে টিনএজ ...
রঙ্গন রায়

সেই যে শীতের দুপুরে বাসের স্টিয়ারিং লক হয়ে গেলো ,
আমরা একটা গাছতলায় দাঁড়িয়ে আছি
দূরে অনেকদূর অবধি ছড়িয়ে আছে নাড়া ওঠা ধানক্ষেত -
পরবর্তী বাসের অপেক্ষা।
হালকা রোদ্দুরে হেলান দিয়ে পিতা সন্তানকে তেল মাখিয়ে দিচ্ছে ,
যেন চকচক করছে আমার শৈশব , এক্ষুনি মুখ দিয়ে
শিশুর গন্ধ ভেসে উঠবে - দুহাত ভর্তি আলো নিয়ে
বাবা এগিয়ে আসবেন আমার দিকে ...

No comments:

Post a Comment