' কবিতা করিডোর ' উত্তরবঙ্গের প্রথম মাসিক ওয়েবজিন । এই ব্লগ নতুন সৃষ্টি নিয়ে ভাবে । কবিতা নয় সাহিত্যের নানা দিক ও চিত্রকলা থেকে চলচ্চিত্র সবেতেই এই ব্লগ নতুন ভাবনার পথিক ।
Monday, June 15, 2020
ফোনের পাখি সব্যসাচী ঘোষ
ফোনে কথা বললে এখন মানুষের সঙ্গে ফ্রিতে
পাখির ডাক পাওয়া যায়
সকালে বসন্তবাউরি, বিকালে বেনে বৌ
আর রাতদুপুরে কোকিল
প্রেমের সঙ্গে পাখি যায়, যাবেই
কিন্তু রাগ, ক্ষোভ, উদ্বেগ, সর্বোপরি মৃত্যু সংবাদ?
সবেতেই পাখিরা এসে গিয়েছে
ধানের খই খাবার মত ওরা সব সংবাদ খুটে খায়
No comments:
Post a Comment