প্রবীর রায়ের কবিতা
বিদেশী
শিশুকাল এই মাটির আড়ালে
যেভাবে সবুজ বীজতলার মত
অবাক দিল
তাকে উপেক্ষা করার মত নিয়ামক
এদেশে জন্মেছিল কিনা সন্দেহ আছে
অবধারিত
আবহাওয়া সংবাদ নির্বাচনী প্রতিশ্রুতির মত
আগামীকাল ঝড়ের কেন্দ্রবিন্দু সরে যাবে
মেঘ কেটে গিয়ে শহরের আলো ফিরে আসবে
না ও হতে পারে এরকম
ভবিষ্যতে আর স্বপ্ন দেখবোনা
স্থির করে ফেলবে কেউ কেউ
গভীর বিষয়
তোমাকে অনুবাদ করি
সবাই যেভাবে বোঝে সেভাবেই
কেননা একমাত্র এই রচনাটা জানি
তোমার মুখের রঙ পালটে যায়
জট ছাড়ানোর সময় তোমার মনযোগ
বিরাম চিহ্নগুলিও আমি বসিয়ে দিই
আমার মত করে তোমার মুখে
No comments:
Post a Comment