চার্বাক
তাপসী লাহা
নিরাসক্ত রোদের পূণ্যতিথি আসে
ভিনগ্রহে গুড়ো ঘামের অলঙ্কার
অস্থায়ী শীতের মোহ ছেড়ে
প্রেমিকারা নাভিময়।
২)সুযোগ পেলেই আমি লুকিয়ে রই
খোলসের শামুকময় সংজ্ঞায় কিংখাবী গতর
আহা ইতর...
ইতরতম ধেয়ানে বিরহী বছর
এক দু তিন পায়ে অতিক্রম করি মই।
৩)
তারও আলো আসুক
বিবৃতিময় ছবিরা
গল্পাবিষ্ট হয়ে লিখে দিক সখীকথা
শান্তম নদীর জলের গায়ে ভেজা কচুরিফুলে
সেকালের প গল্পগুজব।
৪)
তিনি কি আপন
তিনি কি পর
নরুনময় নাপিত দ্যাখে
কেশজাত তস্কর।
তস্কর আজ প্রমাদ গোনে
লুকিয়ে আছে ঘরেত কোণে
দুঃসহ পাপ প্রবল জেনে
দাড়াও পথিকবর।
No comments:
Post a Comment