Monday, June 15, 2020


কানে কানে
 যাদব দত্ত 


কানে কানে এইমাত্র ভোর হলো 
কাঁঠাল আঠার হাত চোখ থেকে সরাও
দিনের পা'গুলোতে তোমারও একটা দুটো পা 
মিরর না আনমিরর পাল্কি বেরোবে 
প্রাণ ভরিয়ে আলপনা না উল্কি গভীর 
না ছলকানো ডিমনালেক বাঁক সরাও
বাস্তবের ধোঁয়া ওঠা গেরিলা স্যুপ সরাও
প্রতিনিয়ত কার ঢেউ কে জঙ্গি ছায়া 
আর মধ্যিখানে চর আমারও খুব প্রিয় 
কাঠুরিয়া নির্মেদ বাদাম পাহাড় গুনবে 
যার পিঁড়ি পেতে দিয়েছে নীল চোখ 
মনমরা কাঠের সুর ও থালা তোমারই
তার নীচ থেকে ফুটো রোদ ধরে উপরে উঠছি 
মেঘে মেঘে আমগাছের এই পূণ্যস্রোত
সাথে চলেছে নড়াচড়ায় ধানগাছের 
থোড়গুলির গভীর সঙ্গীত 
দিনেও দুধের ভেতর খলবল করতে 
                         থাকা মেলামেশা 

                


1 comment: