Monday, June 15, 2020

ছায়া তৈরির পন্থা 
 সুজিত মান্না



থরথর করে কাঁপতে কাঁপতে দীঘির ওপর এসে বসলো বৃষ্টি

যে ছায়া তৈরির পদ্ধতি নিয়ে এত অহংকার করতো সূর্য 

আজ তাকে বলতে শুনছি
– শিখবে কেউ ছায়া তৈরির পন্থা?

দীঘির পাড় ধরে 
তার হেঁটে যাওয়ার সময়
কেউ দরজা খুলেনি –

বাতাসের নির্মম হাত যখন 
ভেঙে দিচ্ছে সেতু – উড়িয়ে দিচ্ছে 
                               গাছেদের দেহ –
                               
সূর্য তখনো নিচু মাথায় হেঁটে পার হয়ে গেছে নদী

তার সুর দেখে মনে হয়েছে – অটল থাকা এক সর্বনাশ করা
জেদের জাদুকর

No comments:

Post a Comment