Monday, June 15, 2020

স্বপ্ন 
সুমনা ঘোষ 


ঝাপসা আমার কবিতারা ,
রবিহীন কোন বৈশাখে ।
বেদনারা বুকে চেপে আছে 
সেসবের কে বা খোঁজ রাখে ।
কতদিন হয়নি যে লেখা,
ডায়েরির পাতাগুলো কাঁদে।
কলমেরা নিয়েছে যে আড়ি ,
প্রেমহীন বিষাদের ফাঁদে। 
খাবারের হাহাকার কান্নায় 
মুখ ঢাকে এক মুঠো ভাত ।
গ্রামে গ্রামে দিতে গিয়ে ত্রান 
জাগি কত ঘুমহীন রাত।
স্বপ্ন এখন শুধু দেখি 
মিটাবো কেমন করে জ্বালা! 
অভুক্ত সকলের মুখে
 তুলে দেব এক থালা ভাত।।

No comments:

Post a Comment